1. pabnanews.net@gmail.com : পাবনা নিউজ : পাবনা নিউজ
  2. info@www.pabnanews.online : পাবনা নিউজ :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

সাঁথিয়াকে একক আসন ঘোষনা করায় মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলাকে একক আসন ঘোষনা করায় ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সাঁথিয়া উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল নিয়ে আনন্দ শোভাযাত্রা করেন।

এর আগে ২৭ আগষ্ট সাঁথিয়ার পক্ষে শুনানিতে সরাসরি যোগদেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সীমানার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সাঁথিয়ার মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রাটি সাঁথিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে উপজেলার সিএন্ডবি গোল চত্ত্বর হয়ে কাশিনাথপুর বাজার, চব্বিশ বাজার,বনগ্রাম বাজার,মাধপুর বাজার, আতাইকুলা বাজার ও ধুলাউড়ি বাজার প্রদক্ষিণ করে শহীদ জুলকারনাইন চত্ত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষে করেন।

বক্তারা এসময় বলেন, সাঁথিয়াবাসীর প্রাণের দাবি পূরণ করায় আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।সাঁথিয়া একক আসন হিসেবে যেমন মর্যাদা পেল তেমনিভাবে আমরা চাই বেড়া উপজেলাকেউ একক আসন ঘোষণা করা হোক।

আগামীতে এই বেড়া উপজেলাকে একক আসন করার দাবি জানাচ্ছি আমরা।শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এই বেড়া উপজেলা কে আলাদা মর্যাদা দিয়েছেন।আমরা এক ও অভিন্ন। বেড়া সাঁথিয়া আমরা ভাই ভাই।বেড়াবাসী আপনারা সাঁথিয়ার সাথে থাকার আন্দোলন না করে বেড়া উপজেলাকে একক আসনের দাবিতে আন্দোলন করেন আমরা আপনাদের সাথে আছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!