মনসুর আলম খোকনঃ পাবনার সাঁথিয়া উপজেলার গঙ্গারাম স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার পরিচালনা কমিটি ও শিক্ষকদের নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে গঙ্গারামপুর এবতেদায়ী মাদ্রাসার পার্শ্ববর্তী রাস্তায় মাদ্রাসার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর উদ্যোগে অনুষ্টিত প্রতিবাদ ও মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, বহিরাগত একটি কুচক্রীমহল আফসার ও নুরুজ্জামান গ্রুপ) আমাদের মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দীর্ঘদিনের সাফল্যকে কলুষিত করছে। একসময় আমাদের মাদ্রাসার অবস্থা খারাপ ছিল। বর্তমান প্রধান শিক্ষক এবং শিক্ষকদের অক্লান্ত চেষ্টায় মাদ্রাসাটি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। এমন সময়ে মাদ্রাসাকে নিয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের স্বার্থ হাসিলের জন্য। যদি এগুলো বন্ধ না হয় তাহলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি চাঁদ আলী, গঙ্গারামপুর এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল সামাদ, সহকারী শিক্ষক আব্দুল লতিফসহ মানববন্ধনে অংশ নেয়া শতশত নারী-পুরুষ ও শিক্ষার্থীরা।
Like this:
Like Loading...
Related