সরকার আরিফ ইখতেখারঃ পাবনার বেড়া নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে র্যালী ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টম্বর) সকাল দশটার দিকে উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের বেড়া নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এসময় র্যালীটি নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে হাটুরিয়া নাকালিয়া বাজার ও ওই এলাকার প্রধাণ প্রধাণ এলাকা প্রদক্ষিন করে স্কুল মাঠে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের মাঠের চারপাশসহ রাস্তার পাশে প্রায় শতাধীক ফলজ ও বনজ গাছ রোপন করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথিরা আরও দুই শত গাছের চারা বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহনেওয়াজ সাগরের সার্বিক সহযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের মানেজিং কমিটির সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজিবন সদস্য আলহাজ্ব মীর মোঃ শফিকুল ইসলাম।