1. pabnanews.net@gmail.com : পাবনা নিউজ : পাবনা নিউজ
  2. info@www.pabnanews.online : পাবনা নিউজ :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেড়ায় মসজিদকেন্দ্রিক সহিংসতায় আরও একজনের মৃত্যু, প্রাণ গেল দুজনের সাঁথিয়ায় সরকারি জায়গায় অবৈধভাবে নির্মাণাধীন ঘর ভেঙ্গে দিলেন এসিল্যান্ড কাশিনাথপুর-কাজিরহাট সড়কের বাঁধেরহাটে রোড ডিভাইডার কাজের উদ্বোধন সাঁথিয়া-বেড়ায় নতুন পাটের চড়া দাম, খুশি কৃষক শহীদ নিজামীর অপরাধ এদেশে ইসলাম কায়েম করতে চেয়েছিল: এ টি এম আজাহারুল ইসলাম সাঁথিয়ায় তারুণ্যের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত কাশিনাথপুরে খেলনা পিস্তল নিয়ে ডাকাতি, জনতার হাতে ধরা ২ যুবক বেড়ায় মসজিদ নির্মাণ নিয়ে সংঘাত-অগ্নিসংযোগ, এবার ১৪৪ ধারা জারি আতাইকুলার চাঞ্চল্যকর সড়ক দূর্ঘটনার মুল আসামি গ্রেফতার বেড়ায় মসজিদের বারান্দা নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩০, অগ্নিসংযোগে উত্তপ্ত তারাপুর

সাঁথিয়ায় চুরির অপবাদে সালিসি রায়ে দুই যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরালো সারা গ্রাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে
{"data":{"pictureId":"23e8ad9d264c4c749a9b1e59d032f452","appversion":"2.5.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit"},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":""}"}

নাছির হোসাইনঃ পাবনার সাঁথিয়ায় চুরির অপবাদে সালিসি বৈঠকের রায়ে দুই যুবককে জুতার মালা পড়িয়ে ঘোরানো হলো সারা গ্রাম। অভিযুক্তরা লজ্জায় এলাকা ছেড়েছেন বলে জানা গেছে। অভিযুক্তরা হলেন-উপজেলার করমজা ইউনিয়নের আফড়া ভাদালিয়াপাড়া গ্রামের আব্দুল মন্ডলের ছেলে বাবু মন্ডল(২৭)এবং তার আপন ছোট ভাই হোসেন মন্ডল(২৪)।
গত বুধবার (২৩এপ্রিল) করমজা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান সরদারের বাড়িতে সালিসি বৈঠকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ভিডিওটি ছড়িয়ে পড়লে শুরু হয় নানা সমালোচনা ও গুঞ্জন। এদিকে আইনের আশ্রয় না নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও অন্যরা এভাবে কাউকে শাস্তি দিতে পারেন কি না,এ নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। এ ঘটনায় অভিযুক্ত দুই সহদর লজ্জায় অভিমানে গ্রামছাড়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার (২২এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আফড়া ভাদালিয়াপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রহম আলীর বাড়িতে সিধ কেটে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের জড়িত থাকার সন্দেহে গত বুধবার সকাল আটটার দিকে ইউপি সদস্য লোকমান সরদারের বাড়িতে সালিসি বৈঠক বসে। সেখানে গ্রাম্য প্রধানদের রায়ে তাদের জুতার মালা পড়িয়ে সারা গ্রামে ঘুরানো হয়। এ সময় অনেকেই মুঠোফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মধ্যম ফেসবুকে লাইভ করেন। ঘটনাটি মূহূতেই ভাইরাল হয়ে যায়।
অভিযুক্ত বাবু মন্ডল ও হোসেন মন্ডল গ্রামছাড়া থাকায় এবং মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তাদের বাবা আব্দুল মন্ডল জানান, আমার ছেলেরা এঘটনার সাথে জড়িত নেই। শত্রুতামূলক মিথ্যা অপবাদ দিয়ে ইউপি সদস্য লোকামান সরদারের উপস্থিতিতে গ্রাম্যপ্রধানরা তাদের মারধর ও জোড় করে চুরির কথা স্বীকার করিয়ে জুতার মালা পড়িয়ে সারা গ্রাম ঘুরিয়েছে। এক সময় সে নিজেও তো চোর ছিল। ছেলেদের লজ্জায় আমি নিজেও বাড়ি থেকে বের হতে পারছি না। আমি মাতব্বরদের বিচার চাই।

অভিযুক্ত বাবু মন্ডলের স্ত্রী কুলসুম খাতুন এবং হোসেন মন্ডলের স্ত্রী পারভিন খাতুন জানান, ‘আমার স্বামীরা এ ঘটনার সাথে জড়িত নেই। তারা প্রধানদের কাছে ক্ষমা চেয়েছে তারপরও তাদেরকে জুতারমালা পড়িয়ে ঘুরানো হয়েছে। লজ্জায় আমাদের স্বামীরা মুখ দেখাতে না পেরে গ্রামছাড়া হয়েছে । আমরা এই মিথ্যা অপবাদের এবং গ্রাম্য প্রধানদের শাস্তি ও বিচার চাই’।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রবীণ ব্যাক্তিরা জানান, ‘ছেলে দুইটা যদি অপরাধ করেই থাকে তাদেরকে পুলিে দেওয়া উচিৎ ছিল। লোকমান মেম্বার নিজেই তো এক সময় গরুচোর ছিল। সে তার পাশের গ্রামে অনেক আগে কমল খান নামের ব্যক্তির বাড়িতে গরু চুরি করতে গিয়ে ধরা খাইছিল। সে আবার চোরের বিচার করে হাস্যকর। এঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই’।
ইউপি সদস্য লোকমান সরদারের সাথে কথা হলে তিনি জানান, ‘অভিযুক্তরা দুজনে আপন ভাই। তারা গতরাতে সিধ কেটে চুরি করতে ঢুকেছিলো। সে সময় হাতেনাতে কেউ না ধরলেও ওই যুবকরাই এ ঘটনায় জড়িত বলে বিভিন্নভাবে আমরা নিশ্চিত হয়েছি। এ ঘটনায় আমার বাড়িতে সালিস বসেছিল এবং প্রধান হিসেবে আমি উপস্থিত থেকে স্বাক্ষর করেছিলাম। কিন্ত জরুরি কাজের জন্য আমি বাইরে চলে গিয়েছিলাম। সালিসে রায়ের সময় আমি ছিলামনা। সালিসের রায় এবং জুতারমালা পড়িয়ে ঘুরানোর বিষয়ে কিছু জানিনা’।
তবে ইউপি সদস্য সালিসে উপস্থিত থাকার কথা অস্বিকার করলেও স্থানীয়দের মুঠোফোনে অভিযুক্তদের জুতার মালা পড়ানোর সময় ইউপি সদস্যকে দেখা যায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুর রহমান জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে গ্রাম্য প্রধানরা এ ঘটনায় তাঁরা আইনের আশ্রয় নিতে পারতো। জুতার মালা পড়িয়ে তাদের গ্রামে ঘুরানো উচিত হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!