1. pabnanews.net@gmail.com : পাবনা নিউজ : পাবনা নিউজ
  2. info@www.pabnanews.online : পাবনা নিউজ :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

আমিনপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান

  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

বেড়া প্রতিনিধিঃ পাবনা বেড়া উপজেলার আমিনপুর এবং কাজিরহাট এলাকায় অবৈধ ভাবে বালু এবং মাটি কাটার বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে এক লক্ষ টাকা জরিমানা ও ১ জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম।

উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনী, এনএসআই ও আমিনপুর থানা পুলিশ। এ সময় আমিনপুর দক্ষিণ পাড়া মাঠ পয়েন্ট থেকে মোঃ তরিকুল রতনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারা মোতাবেক নগদ এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত ।পরবর্তীতে তিনি জরিমানার টাকা পরিশোধ করলে তাঁকে ছেড়ে দেন ভ্রাম্যমান আদালত।

অন্যদিকে কাজিরহাট ঘাট ক্যানাল পয়েন্টে অভিযান পরিচালনা করে ফরিদুল ইসলামকে একই ধারা ও একই আইন মোতাবেক এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম বলেন, বেড়া উপজেলায় কোন বালু মহাল নাই। যারা বালু,মাটি কাটছে সবাই আইন অমান্য করে কাটছে। তারই অংশ হিসেবে আজ শনিবার বেড়া উপজেলার আমিনপুর এবং কাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে ১ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারা মোতাবেক ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং আমিনপুরে একই ধারা মোতাবেক নগদ এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।

এ বিষয়ে ইউএনও আরো বলেন, যারাই অবৈধ ভাবে মাটি ,বালি কাটবে আইন দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!