ফেরদৌস হাসানঃ পাবনার বেড়া উপজেলার সিন্দুরিয়া গ্রামে সরকারি ভিপি সম্পত্তির উপর বসবাসকারী কৃষকেরা দীর্ঘ পঞ্চাশ বছরের অধিক সময় জীবন-জীবিকা নির্বাহ করে আসছে। বিভিন্ন সরকার পতন পরবর্তী সময়ে গ্রামবাসীকে ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিদের সাথে জমির ভোগ দখল ও মালিকানা নিয়ে হয়রানির শিকার হতে হয়। সাম্প্রতিক বিদুৎ ও তার সহযোগীরা এই অঞ্চলের খাস জমির জাল দলিল করে অবৈধভাবে দখলে নিতে পাঁয়তারা করছে। এজন্য ভুক্তভোগী এলাকাবাসী ৭জুলাই ২০২৫ই তারিখে সোমবার সকাল ১১ঘটিকায় ভুয়া ও জাল দলিলধারী ভূমি খেকো মোঃ বিদ্যুৎ ও তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন করেন। ভোগ দখল কারীরা সাংবাদিকদের জানাই খতিয়ান নং ৯৬৩
মালিক রয়েছেন পবিত্র চরণ দাস , সত্য চরন দাস , নির্মল চরণ দাস , পিং সুধির চন্দ্র দাস যার দাগ নম্বর রয়েছে ৬৫.৫৩.৭৯.১১১.১১২.১৯৩.৩৬১.৩৬৪.৩৩৮.৩৮৫.৪০৮.৪১৭
আর একটি খতিয়ান নং ৯৭৯ যার মালিক রয়েছেন
প্রফুলা বালা দাস জং সাধু চরণ দাস সাং নিজ
পবিত্র চরণদাস , সত্য চরণ দাস , নির্মল চরণ দাস ,
সাং নিজ হাল সাং ভারত পক্ষে বাংলাদেশ সরকার
যাহাতে দাগ নল রয়েছে ৩০.৮৯.৯০.১২০.১২১.১২২.১৬৯.২১২.৩৫৮ ও ৩৬২
সাধারণ জনগণ আরো জানায় ৪০ থেকে ৫০ বছর যাবত এই অত্র এলাকার জনসাধারণ সকল জমিতে বসবাস করে ও কৃষি আবাদ করে আসছে বাংলাদেশ সরকার যদি কোন সিদ্ধান্ত নে তাহলে অবশ্যই জনসাধারণ মেনে নিবে। আর যদি তাহাদের মধ্যে ৯৯ বছরের জন্য মালিকানা পদ্ধতিতে বসবাস ও চাষাবাদ এর জন্য সুবিধা করে দেয় তাহলে অবশ্যই সরকারের রাজস্ব আয় বাড়বে তাতে করে দেশের সরকার জনসাধারণের উপকৃত হবে
এ বিষয়ে মোহাম্মদ বিদ্যুৎ সেখ এর কাছে জানতে চাইলে তিনি বলেন সকল সকল সম্পত্তি মালিকানাধীন
আমার কাছে জমির কাগজপাতি রয়েছে কোর্টে আদেশ করলে আমি অবশ্যই কাগজপত্র নিয়ে হাজির হব ।
মানববন্ধন চলাকালীন সময় জমি ভোগ দখলকারী সরকারের কাছে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে স্থায়ী বন্দবস্তের দাবী জানান।