1. pabnanews.net@gmail.com : পাবনা নিউজ : পাবনা নিউজ
  2. info@www.pabnanews.online : পাবনা নিউজ :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

বেড়ায় সরকারি ভিপি সম্পত্তি ভুয়া দলিলের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

ফেরদৌস হাসানঃ পাবনার বেড়া উপজেলার সিন্দুরিয়া গ্রামে সরকারি ভিপি সম্পত্তির উপর বসবাসকারী কৃষকেরা দীর্ঘ পঞ্চাশ বছরের অধিক সময় জীবন-জীবিকা নির্বাহ করে আসছে। বিভিন্ন সরকার পতন পরবর্তী সময়ে গ্রামবাসীকে ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিদের সাথে জমির ভোগ দখল ও মালিকানা নিয়ে হয়রানির শিকার হতে হয়। সাম্প্রতিক বিদুৎ ও তার সহযোগীরা এই অঞ্চলের খাস জমির জাল দলিল করে অবৈধভাবে দখলে নিতে পাঁয়তারা করছে। এজন্য ভুক্তভোগী এলাকাবাসী ৭জুলাই ২০২৫ই তারিখে সোমবার সকাল ১১ঘটিকায় ভুয়া ও জাল দলিলধারী ভূমি খেকো মোঃ বিদ্যুৎ ও তার সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন করেন। ভোগ দখল কারীরা সাংবাদিকদের জানাই খতিয়ান নং ৯৬৩

মালিক রয়েছেন পবিত্র চরণ দাস , সত্য চরন দাস , নির্মল চরণ দাস , পিং সুধির চন্দ্র দাস যার দাগ নম্বর রয়েছে ৬৫.৫৩.৭৯.১১১.১১২.১৯৩.৩৬১.৩৬৪.৩৩৮.৩৮৫.৪০৮.৪১৭
আর একটি খতিয়ান নং ৯৭৯ যার মালিক রয়েছেন
প্রফুলা বালা দাস জং সাধু চরণ দাস সাং নিজ
পবিত্র চরণদাস , সত্য চরণ দাস , নির্মল চরণ দাস ,
সাং নিজ হাল সাং ভারত পক্ষে বাংলাদেশ সরকার
যাহাতে দাগ নল রয়েছে ৩০.৮৯.৯০.১২০.১২১.১২২.১৬৯.২১২.৩৫৮ ও ৩৬২
সাধারণ জনগণ আরো জানায় ৪০ থেকে ৫০ বছর যাবত এই অত্র এলাকার জনসাধারণ সকল জমিতে বসবাস করে ও কৃষি আবাদ করে আসছে বাংলাদেশ সরকার যদি কোন সিদ্ধান্ত নে তাহলে অবশ্যই জনসাধারণ মেনে নিবে। আর যদি তাহাদের মধ্যে ৯৯ বছরের জন্য মালিকানা পদ্ধতিতে বসবাস ও চাষাবাদ এর জন্য সুবিধা করে দেয় তাহলে অবশ্যই সরকারের রাজস্ব আয় বাড়বে তাতে করে দেশের সরকার জনসাধারণের উপকৃত হবে
এ বিষয়ে মোহাম্মদ বিদ্যুৎ সেখ এর কাছে জানতে চাইলে তিনি বলেন সকল সকল সম্পত্তি মালিকানাধীন
আমার কাছে জমির কাগজপাতি রয়েছে কোর্টে আদেশ করলে আমি অবশ্যই কাগজপত্র নিয়ে হাজির হব ।

মানববন্ধন চলাকালীন সময় জমি ভোগ দখলকারী সরকারের কাছে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে স্থায়ী বন্দবস্তের দাবী জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!