পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের বাড়িতে সরকার উৎখাত চক্রান্তের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে ১৬৪ নামে দায়ের করা মামলায় সাংবাদিক, সাবেক মেয়র ও সাবেক ইউপি চেয়ারম্যান সহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এ মামলার ৪৮ আসামি জামিন আবেদন করলে ১৫ জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। পাবনার ভারপ্রাপ্ত জেলা জজ আহসানুল হকের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম সারোয়ার জুয়েল।
কারাগারে প্রেরিতরা হলেন, সাঁথিয়া প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা, দৈনিক যুগান্তরের সাঁথিয়া প্রতিনিধি আব্দুদ দাইয়ান, সাঁথিয়ার সাবেক পৌর মেয়র মিরাজুল ইসলাম, ধূলাউড়ি ইউপির সাবেক চেয়ারম্যান জরিফ ও সাথিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লাভলু। অন্যদের নাম জানা যায়নি।
এব্যাপারে জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম সারোয়ার জুয়েল বলেন, এর আগে আসামিরা হাইকোর্টে জামিন আবেদন করলে কোর্ট তাদের জামিন না দিয়ে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির হবার নির্দেশ দেন। সে নির্দেশনা অনুযায়ী আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু অন্যদের জামিন দিলেও তাদের মধ্যকার ১৫ আসামির জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠান। এ তালিকায় অধ্যাপক আবু সাইয়িদের নাম নেই। তিনি আজ জামিন আবেদন করেননি।
প্রসঙ্গত, সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদসহ ১৬৪ জনের বিরুদ্ধে গত ১২ এপ্রিল পাবনার বেড়া মডেল থানায় এ মামলা দায়ের করেন সাঁথিয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের সেলিম হোসেন মানিক। তিনি স্থানীয় জামায়াত কর্মী। মামলায় আওয়ামীলীগের নেতাকর্মী ও অধ্যাপক আবু সাইয়িদ সহ তিনজন সাংবাদিককে আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, ১ এপ্রিল বিকেল পাঁচটার দিকে বেড়া পৌর এলাকার কাগমাইরপাড়ায় আবু সাইয়িদের নিজ বাড়িতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। আবু সাইয়িদের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে আসামিরাসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ আসামি উপস্থিত ছিলেন। ওই সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন এলাকার সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকমীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার ও ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরিয়ে আনার ষড়যন্ত্র করেন। সেখানে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র, পিস্তল, বন্দুকসহ বিভিন্ন ধরনের দেশি অস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান অন্তর্ব্তী সরকারকে উৎখাতের জন্য দেশবিরোধী শ্লোগান দিতে থাকেন। এছাড়া সমাবেশের বক্তব্যে ১৯৭১ সালে সাবেক জামায়াত আমীর মাওলানা মতিউর রহমান নিজামী আলবদর বাহিনীর প্রধান ছিলেন বলে মন্তব্য করা হয় বলেও এজাহারে বলা হয়েছে।