1. pabnanews.net@gmail.com : পাবনা নিউজ : পাবনা নিউজ
  2. info@www.pabnanews.online : পাবনা নিউজ :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

বেড়ায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০ মসজিদ ভাঙচুর

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

আরিফ খাঁন: পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। এদের মাধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া মডেল থানার ওসি ওলিউর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, উপজেলার তারাপুরে গ্রামে ১০০ গজের মধ্যে  বর্তমানে দুটি মসজিদ রয়েছে। পুরাতন মসজিদের মুসল্লীরা মিলাদ পরতে রাজি নন এদিকে নতুন মসজিদের মুসল্লীদের ইচ্ছে তারা মিলাদ পড়বে। মুলত মিলাদ পড়া নিয়েই পাশাপাশি দুটি মসজিদ তৈরি হয়। একটি পুরনো মসজিদ ও আরেকটি নতুন মসজিদ নামে পরিচিতি। গত কয়েক বছর আগে পুরনো মসজিদে নামাজ পরবর্তী মিলাদ মাহফিলে কিয়াম পড়া নিয়ে একটি ঝামেলা বাধে। মসজিদের তৎকালীন ক্যাশিয়ার মতিন হাজী সহ একটি পক্ষ কিয়াম পড়ার পক্ষে অবস্থান নিয়ে সেসময় নতুন মসজিদ নির্মাণ করে। সম্প্রতি এ মসজিদের বারান্দা নির্মাণের উদ্যোগ নেয়া হয়। কিন্তু একই গ্রামে নিকটে দুটি মসজিদ নির্মাণে আপত্তি জানায় ভিন্ন আরেকটি পক্ষ। শুক্রবার (২৫ জুলাই) সকালে নতুন মসজিদের বারান্দা নির্মাণ করতে গেলে তাতে বাধা দেয় ওই পক্ষ। এসময় হাসুয়া, ট্যাটা ও লাঠিসোটা সহ দেশীয় অস্ত্রে উভয়পক্ষের প্রায় ২০০-২৫০ লোকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। এঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৩০ জন। তাদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। এঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা নীলা বলেন, আমাদের এখানে ৩০ জনের মত চিকিৎসা নিয়েছেন। আপাতত দুজন ভর্তি রয়েছেন। ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া ও পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

বেড়া মডেল থানার ওসি ওলিউর রহমান বলেন, কিয়াম পড়া নিয়ে দুইটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিলো। শুক্রবার সকালে মসিজদের বারান্দা তৈরির সময় এটি সংঘর্ষে রুপ নেয়। আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এঘটনায় কোনো আটক নেই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!