সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: জুলাই বিপ্লব শহিদদের স্মরণে “গল্পে গল্পে গণজাগরণ গ্রামে গ্রামে জুলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০২ আগষ্ট শনিবার বিকেলে সাঁথিয়া উপজেলা পরিষদ হলরুমে জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, জুলাই আন্দোলনে নিহত জুলকার নাইনের পিতা আব্দুল হাই , সাঁথিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন, ভারপ্রাপ্ত অধ্যাক্ষ বোয়াইলমারী কামিল মাদ্রাসা ড. মোহাম্মদ আব্দুল্লাহ্ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।