নিজস্ব প্রতিবেদকঃ পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট আঞ্চলিক মহাসড়কের বাঁধেরহাটে জনদূর্ভোগ ও যানজট নিরসনে রোড ডিভাইডার নির্মাণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম রোড ডিভাইডার স্থাপন কাজ উদ্বোধন করেন।
উপজেলার কাজিরহাট-আরিচায় রুটে ফেরিতে প্রতিদিন অসংখ্য যানবাহন পারাপার হয়। এছাড়া কাজীরহাট-পাবনা-বগুড়া রুটে প্রচুর সংখ্যক যাত্রীবাহী বাস চলাচল করে। প্রতিদিন উত্তরবঙ্গ ও পূববঙ্গের হাজার হাজার যাত্রী এ পথে চলাচল করেন। বাঁধেরহাট এলাকায় সড়কের উভয় পাশ দখল করে দোকান-পাট বসায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে যানবাহন চালক, যাত্রী ও পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া অহরহ ঘটছে দূর্ঘটনা।
জনদূর্ভোগ লাঘবের জন্য গতকাল রোববার (৩ আগষ্ট) উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম এর নেতৃত্বে বাঁধেরহাট এলাকায় রোড ডিভাইডার স্থাপন কাজ উদ্বোধন ও সড়ক দখল করে উভয পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও যাত্রী ছাউনি উচ্ছেদ করা হয়। অবৈধদখল ও জনদূর্ভোগ সৃষ্টি না করে ব্যবসা পরিচালনার করার জন্য ব্যবসায়ীদের দিক নির্দেশনা প্রদান করা হয়।
এ সময উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম, আমিনপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফাসহ স্থানীয় রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।