বেড়া-সাঁথিয়া প্রতিনিধি: পাবনার সাঁথিয়া ধোপাদহ বাজারে সরকারি সম্পত্তিতে অবৈধভাবে নির্মাণাধীন ঘর ভেঙে দিলেন উপজেলা প্রশাসন ।
জানাগেছে, ধোপাদহ মৌজায় আরএস ক্ষতিয়ান নং ৭০৫, দাগ নং ৭৬৪ এ ২৭ শতক ও আরএস খতিয়ান ৭১৮, দাগ নং ৭৭১ এ ৬ শতক জায়গা জোর করে প্রভাব খাটিয়ে সেখানে অবকাঠামো নির্মাণ করছিল পার্শবর্তী চেনিলালের ছেলে রফিক ও শিহাব । এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদে খবর প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে।
সোমবার (৪ আগষ্ট) দুপুরে ধােপাদাহ বাজারের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: সাদিয়া সুলতানা নেতৃত্বে সেনাবাহিনীর সহায়াতায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে সহযোগিতা করেন উপজেলা ও ইউনিয়ন ভুমি অফিসের কর্মচারী ও ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চেয়ারম্যান৷ সচিব,গ্রাম পুলিশগণ।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, যারা অবকাঠামো নির্মাণ করছিলো তাদের জমির কাগজ পত্র নিয়ে আসতে বলেছিলাম কিন্ত তাদের কাছে কোন কাগজ পত্র না থাকায় তারা দেখা করেন নাই। এ কারণে সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। তিনি আরও বলেন,সরকারী জায়গা অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।
স্থানীয়বাসিন্দাদের অভিযোগে জানা গেছে, ধোপাদহ মৌজায় আরএস ক্ষতিয়ান নং ৭০৫, দাগ নং ৭৬৪ এ ২৭ শতক ও আরএস খতিয়ান ৭১৮, দাগ নং ৭৭১ এ ৬ শতক জায়গা জোর করে প্রভাব খাটিয়ে সেখানে অবকাঠামো নির্মাণ করছিল পার্শবর্তী চেনিলালের ছেলে রফিক ও শিহাব । তারা ওই জমি নিজেদের দাবী করছে অথচ ওই জমির আরএস রেকর্ড এ রয়েছে শরত চন্দ্র তালুকদার, জ্যেতি চন্দ্র তালুকদার, পারবতী নাথ, নিজ হাল সাল ভারত, পক্ষে বাংলাদেশ সরকার । যা সরকারী খাস সম্পত্তি। স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, তারা ভুয়া দলিল দেখিয়ে দীর্ঘদিন ভোগ করে আসছে। এখন তারা পুরো ১ বিঘা জায়গা দখল করে নিয়ে অবকাঠামো নির্মাণ করেন।