ইছামতি, হুরাসাগর আর যমুনার সঙ্গমস্থল তীরবর্তী বেড়া বন্দরটি বাংলার সুলতানী আমলে প্রতিষ্ঠিত বলে জনশ্রুতি রয়েছে। আরো একটি জনশ্রুতি রয়েছে যে, বেড়ার পূর্বনাম ছিল শম্ভুপুর । খ্রিস্ট জন্মের পূর্ব হতে উত্তরবঙ্গের নদ-নদীর সঙ্গমস্থল হিসেবে শম্ভুপুর ব্যাপক পরিচিত ছিল। এই শম্ভুপুরে তাই গড়ে উঠেছিল জনবসতি।
নৌপথে জলদস্যুদের আক্রমণ আর প্রমত্তা নদীর উত্তাল স্রোত পেরিয়ে বেড়ার নিকটবর্তী হলেই তারা নিজেদের নিরাপদ ভাবতো। একারণে বেড়া নিরাপদ পোতাশ্রয়ের উদাহরণ হয়ে দাঁড়ায়। ফারসী ভাষায় (কারো কারো মতে, আরবী ভাষায়) ‘‘বেডুহা’’ শব্দের অপভ্রংশ হচ্ছে ‘বড়া’। যতদূর জানা যায়, ৮০০ খ্রিস্টাব্দের গোড়ার দিকে আরব বণিকেরা বেড়া’য় তাদের অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র গড়ে তোলে।
ঐতিহাসিকদের দাবি, সুলতানী শাসনামলে একবার আরবদেশে ভয়ঙ্কর এক দুর্ভিক্ষ হয়। সেই দুর্ভিক্ষের সময় এই দেশের বিভিন্ন অঞ্চল হতে খাদ্যশস্য সংগ্রহ করে আরব বংশোদ্ভুত সুলতানি গিয়াস উদ্দিন আযম শাহ বেড়া বন্দরের মাধ্যমে আরবদেশে পাঠিয়েছিলেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে ১৭৯০ সালে লর্ড কর্নওয়ালিসের দশসালা বন্দোবস্তের পর জলদস্যু নিয়ন্ত্রণে যমুনার পূর্ব উপকুলে প্রশাসনিক থানা ‘মথুরা’ স্থাপন করা হয়। সে সময় এ অঞ্চল নাটোরের রাজা রামকৃষ্ণের অধীন ছিল। মথুরা থানা যমুনার করালগ্রাসে নদীগর্ভে বিলীন হয়ে গেলে যমুনার পশ্চিম উপকুলে হুরাসাগর নদীর পাশে বেড়া নামক স্থানে ১৮২৮ সালে থানাটি স্থানান্তরিত হয়। উল্লেখ্য, ১৭৯০ সালে চাটমোহরের হান্ডিয়াল এবং সাঁথিয়ার ক্ষেতুপাড়াতেও প্রশাসনিক থানা স্থাপিত হয়েছিল।
দেশ ভাগের পর ১৯৬০ সালে বেড়া’র উন্নয়ন সার্কেল হিসেবে কার্য পরিধি অনেক বেড়ে যায়। ১৯৮৩ সালের ১৫ এপ্রিল বেড়া থানাকে উপজেলায় উন্নীত করা হয়। ১৯৮৮ সালের ১৭ এপ্রিল বেড়া ইউনিয়ন পৌরসভায় রূপান্তরিত হয়। বেড়া পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন বীর মুক্তিযোদ্ধা এসএম আমির আলী। বেড়া সাব-রেজিস্ট্রি অফিস ব্রিটিশ আমলেই স্থাপিত হয়েছিল।
বেড়ার নতুন ভারেঙ্গায় পাবনার দ্বিতীয়তম প্রাচীন হাই স্কুল ১৮৫৮ সালে ভারেঙ্গা একাডেমি (মাইনর ইংলিশ স্কুল) স্থাপিত হয়েছে। বেড়া বিবি হাই স্কুল স্থাপিত হয়েছে ১৮৯৯ সালে, বেড়া হাই স্কুল (এমই স্কুল) স্থাপিত ১৯০৬ সালে, নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয় স্থাপিত ১৯১৯ সালে। বেড়া কলেজ স্থাপিত হয়েছে ১৯৬৪ সালে। বেড়া ফাজিল মাদ্রাসা স্থাপিত হয়েছে ১৯৩৭ সালে। বেড়া আলহেরা একাডেমি স্থাপিত ১৯৮৭ সালে। এই স্কুলটি প্রতিষ্ঠার পর রাজশাহী বোর্ডে একাধিকবার মেধা তালিকায় স্থান পেয়ে বেশ সুনাম অর্জন করেছে।
Like this:
Like Loading...
Related